
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছে, যা বেইজিংয়ের প্রতিশোধমূলক শুল্ক বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন।
এরপর চীন পাল্টা শুল্ক আরোপ করলে ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন, ফলে মোট শুল্কের হার দাঁড়ায় ৮৪ শতাংশ। পূর্বে আরোপিত ২০ শতাংশ শুল্কসহ মোট হার দাঁড়ায় ১০৪ শতাংশ। ট্রাম্প এখানেই থামেননি, পরবর্তীতে আরও ২১ শতাংশ শুল্ক বাড়িয়ে তা ১২৫ শতাংশে উন্নীত করেন।
গত ১০ এপ্রিল সেই শুল্ক আবার বাড়িয়ে করা হয় ১৪৫ শতাংশ। এর পরদিন চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ শুল্ক বাড়িয়ে তা ২৪৫ শতাংশে উন্নীত করে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি’র অংশ। শুল্ক বাড়ানোর এই পাল্টাপাল্টি নীতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বেড়েছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1LmcQobuKJ/
মারিয়া