ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাজায় ওষুধ নেই! ব্যথায় কাতর আহতরা

প্রকাশিত: ১৮:১৪, ১৬ এপ্রিল ২০২৫

গাজায় ওষুধ নেই! ব্যথায় কাতর আহতরা

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধের ফলে গাজা উপত্যকায় মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্য সংস্থা (UNRWA) জানিয়েছে, গাজার আহত ও অসুস্থ মানুষেরা বর্তমানে ভয়াবহ ওষুধ সংকটে ভুগছেন। ফলে অনেকের জীবন বিপন্ন হয়ে উঠছে।

UNRWA-র গাজাস্থ মেডিকেল পয়েন্টের প্রধান ডা. মুহাম্মদ এক্স (পূর্বে টুইটার)-এ এক বার্তায় বলেন, “আমরা যা কিছু হাতে পাচ্ছি, তা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু ওষুধ, ব্যথানাশক ও অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি আমাদের রোগীদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।”

UNRWA তাদের এক পোস্টে দুই বছরের লোরেটা নামের এক শিশুর গল্প শেয়ার করেছে। “সাম্প্রতিক শেলিংয়ের বিশৃঙ্খলার মাঝে গরম তরল পড়ে গিয়ে শরীর পুড়ে যায় লোরেটার। এখন ব্যথায় কাতরাচ্ছে, অথচ নেই প্রয়োজনীয় চিকিৎসা।” এই ঘটনা শুধু একটি উদাহরণ। গাজায় প্রতিদিন এমন অসংখ্য শিশু, নারী, ও সাধারণ নাগরিক চিকিৎসা না পেয়ে ধুঁকছে।

আশিক

×