ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল!

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ এপ্রিল ২০২৫

গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল!

ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার আগ্রাসী অবস্থান আরও জোরদার করছে। সম্প্রতি এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, গাজা, লেবানন এবং সিরিয়ার কথিত ‘নিরাপত্তা অঞ্চল’-এ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে। 

গত মাসে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের গাজায় প্রবল হামলা শুরু করে ইসরায়েল। এ সময় গাজার প্রায় অর্ধেক এলাকা দখলে নেয় ইসরায়েলি বাহিনী। শুধু গাজাই নয়— লেবানন এবং সিরিয়ার দিকেও আগ্রাসন অব্যাহত রেখেছে তারা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও, তেল আবিব সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। একইভাবে, সিরিয়ার গোলান মালভূমির আরও বিস্তৃত অংশ দখল করে নিয়েছে তারা— যেখানে ২০২৩ সালে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী কাতজ বলেন, “ইসরায়েলি সেনারা অতীতের মতো দখল করা অঞ্চল থেকে সরে যাচ্ছে না। সেনাবাহিনী গাজা, লেবানন এবং সিরিয়ার সেইসব নিরাপত্তা অঞ্চলে থাকবে। যেগুলো আমাদের কমিউনিটিকে শত্রুদের থেকে আলাদা করে রাখে। এটা স্থায়ী বা অস্থায়ী দুভাবেই হতে পারে।”

হামাস স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না গেলে এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে না আসলে তারা কোনো জিম্মি মুক্ত করবে না।

আশিক

সম্পর্কিত বিষয়:

×