
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনব্যবস্থা, শিক্ষক নিয়োগ ও শিক্ষার পদ্ধতি নিয়ে দেওয়া নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এর পরপরই ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত প্রায় ২.২ বিলিয়ন ডলারের সরকারি অনুদান স্থগিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গারবার এক খোলা চিঠিতে বলেন, "কোনো সরকার, যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কী শেখাবে তা ঠিক করতে পারে না।"
গত বছর দেশে প্যালেস্টাইনপন্থী ছাত্র আন্দোলনের জেরে ট্রাম্প প্রশাসন প্রায় ৬০টির বেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনায় নিয়েছে। এর মধ্যে হার্ভার্ড ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে আলোচনার কেন্দ্রে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সরকারের বেশ কিছু দাবি মেনে নিলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তা মানেনি। তবে তারা সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন মধ্যপ্রাচ্য বিষয়ক স্টাডি সেন্টারের শীর্ষকর্তাদের অপসারণ ও কিছু কার্যক্রম স্থগিত করা। তারা ইহুদি শিক্ষার্থীদের আনা দুটি মামলার নিষ্পত্তি করলেও কোনো দায় স্বীকার করেনি।
হার্ভার্ডের বার্ষিক ব্যয় প্রায় ৬.৪ বিলিয়ন ডলার, যার এক-তৃতীয়াংশ আসে এনডাউমেন্ট ফান্ড থেকে, আর ১৬ শতাংশ আসে সরকারি সহায়তা থেকে। কিন্তু এই বিপুল তহবিলের ৭০ শতাংশই নির্দিষ্ট প্রকল্পের জন্য নির্ধারিত, যা দাতাদের ইচ্ছানুযায়ী ব্যয় করতে হয়।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, "সরকার চাইলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। শুধু অর্থ বন্ধ করে থেমে থাকবে বলে মনে হয় না।"
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ একটি দীর্ঘমেয়াদি সংঘাতের শুরু হতে পারে, যেখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।
সূত্র: https://www.bbc.com/news/articles/c20z60vxvmjo
আবীর