
ছবি সংগৃহীত
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সংসদে মঙ্গলবার (১৫ এপ্রিল) আইনটি সর্বসম্মতভাবে পাস হয় এবং তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটিতে স্বাক্ষর করে কার্যকরের অনুমোদন দেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, নতুন আইনটি অবিলম্বে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্ত মালদ্বীপের ফিলিস্তিনিদের প্রতি অবিচল অবস্থান এবং ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদেরই প্রতিফলন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “এই আইন পাসের মাধ্যমে মালদ্বীপ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, আমরা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত লড়াইয়ে পাশে আছি এবং দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়।” সূত্র: আরব নিউজ
আশিক