
ছবি: সংগৃহীত
বহু প্রতীক্ষার পর অবশেষে সৌদি আরবে চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশীরা। বর্তমানে প্রবাসীরা রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরে ক্লিনিক, মেডিকেল কমপ্লেক্সসহ তৈরি করছেন হাসপাতালও। এরই ধারাবাহিকতায় রিয়াদ সিটির আজিজিয়ায় উদ্বোধন হলো মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স।
সৌদি আরবে রয়েছে প্রায় ৩২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের চিকিৎসা সেবা প্রদান করতে এতোদিন ছিল না কোন বাংলাদেশি ক্লিনিক বা হাসপাতাল। বর্তমানে সৌদি আরবের বাণিজ্যিক উন্মুক্ত পরিবেশকে কাজে লাগিয়ে এগিয়ে আসছে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। রিয়াদ সিটিসহ সৌদি আরবের বিভিন্ন সিটিতে পলিক্লিনিক, মেডিকেল কমপ্লেক্সসহ তৈরি করছে হসপিটাল।
এর ধারাবাহিকতায় রিয়াদ সিটির আজিজিয়ায় উদ্বোধন করা হয়েছে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। উদ্বোধন অনুষ্ঠানে সৌদি প্রিন্সসহ বড় বড় কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আজকের ভিতরে ইন্ডিয়ান কন, পাকিস্তান কন, বাংলাদেশী কমিউনিটি কন, এই বড় একটা হসপিটাল আজকে
এক প্রবাসী জানান, ‘ইনশাআল্লাহ, এই ব্যবসায়ীদেরকে সাথে করে নিয়ে প্রবাসীদের স্বাস্থ্যসেবা কীভাবে সুনিশ্চিত করা যায়, সে লক্ষ্যে ভবিষ্যতে রিয়াদের বিভিন্ন জায়গাতে আমরা হাসপাতাল প্রতিষ্ঠা করব।’
সৌদি আরবের ভাষা আরবি। সেখানকার বিভিন্ন অফিস আদালতে আরবির সাথে সাথে ইংরেজি চলে। কিন্তু কোনো শ্রমিক অসুস্থ হলে মাতৃভাষায় কথা বলে চিকিৎসা নেওয়া ছিল কষ্টকর। এক প্রবাসী জানান, ‘আমি মনে করি, ৩২ লাখ বাংলাদেশির জন্য এটি একটি অনন্য দৃষ্টান্ত। এখানে আসলে বাংলাতে কথা বলতে পারি, আমরা সুচিকিৎসা নিতে পারি।’
বর্তমানে বাংলাদেশিদের মালিকানায় চিকিৎসা সেবা চালু হওয়ায় অল্পশিক্ষিত শ্রমিকদের অনেকদিনের চাহিদা মিটবে বলে আশা রেমিটেন্স যোদ্ধাদের।
সূত্র: https://www.youtube.com/watch?v=zCmKgMjDrV4
রাকিব