ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছে ইসরায়েল, কোন পথে হাঁটবে হামাস?

প্রকাশিত: ০৪:১৭, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:২১, ১৬ এপ্রিল ২০২৫

অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছে ইসরায়েল, কোন পথে হাঁটবে হামাস?

ছবিঃ সংগৃহীত

গাজায় যুদ্ধবিরোধী নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওই প্রস্তাব উপস্থাপন করেন।

সোমবার (১৪ এপ্রিল) মিশরের আল কাহেরা নিউজ টিভি এ খবর নিশ্চিত করেছে। গণমাধ্যমটির তথ্যমতে, হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন, তার মধ্যে অন্তত দুটি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়। ইসরায়েলের প্রস্তাবটির প্রেক্ষিতে হামাসের উত্তরের অপেক্ষায় ছিল মধ্যস্থতাকারী দেশ দুটি। পরে সোমবারই হামাস এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের প্রস্তাব ক্ষতিয়ে দেখছে এবং যত দ্রুত সম্ভব এ নিয়ে প্রতিক্রিয়া জানাবে। যুদ্ধবিরতি নিয়ে যে কোনো চুক্তিতেই গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ এবং ভূখণ্ড থেকে সব ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেছে তারা।

এর আগে হামাসের উর্ধতন কর্মকর্তা সামী আবু জুহুরী বলেন, হামাসের চাওয়া ছিল ইসরায়েলকে হামলা ও বৈরিতে পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে, কিন্তু তা প্রস্তাবে আসেনি। আবু জুহুরী আরো বলেন, নতুন এই প্রস্তাবে ইসরায়েল হামাসকে নিরস্ত্র থাকতে হবে—এমন প্রস্তাব দিয়েছে, যাতে হামাস কখনোই রাজি হবে না। প্রতিরোধ বাহিনীর অস্ত্র হস্তান্তর এমন একটি সীমারেখা, যা নিয়ে আলোচনাও বাদ বিবেচনায় আনা যাবে না। ইসরায়েল তাৎক্ষণিকভাবে নতুন প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতির কথা হামাস খুব ভালো করেই জানে। তাই সকলের ধারণা, হামাস খুব দ্রুত তাদের মতামত জানাবে। ১৫ মাসের যুদ্ধ শেষে চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চেই তা ভেঙে ফেলে ইসরায়েল। তারা নতুন করে গাজা ভূখণ্ডে অভিযানে নামে। ওই যুদ্ধবিরতি পুনর্বহাল এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে সোমবার কায়রোতে সর্বশেষ রাউন্ডের আলোচনাতেও কোনো ফল আসেনি, বলে জানিয়ে দিয়েছে ফিলিস্তিন ও মিশরের সূত্রগুলো।

হামাস চেয়েছে, ইসরায়েল যুদ্ধবন্ধে প্রতিশ্রুতি দিক এবং জানুয়ারিতে কার্যকর হওয়া তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তি মেনে তেল আবিব গাজা ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহার করে নিক। অন্যদিকে, ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল ও গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। আর যুদ্ধ বন্ধ ও গাজা থেকে ইসরায়েল সামরিক বাহিনী প্রত্যাহার করলে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত আছে হামাস।গত মাসে ফের অভিযান শুরু করায় ইসরায়েল এক কদিনে দেড় হাজারের বেশি মানুষ মরেছে, বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তেল আবিবের একের পর এক হামলায় এরই মধ্যে লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে তারা। এমনকি ভূখণ্ডটিতে মানবিক ত্রাণ সহায়তাও ঢুকতে দিচ্ছে না। এদিকে হামাসের হাতে ৫৯ জন বন্দি রয়েছে, তাদের মধ্যে ২৪ জন জীবিত আছেন বলে ধারণা ইসরায়েলের।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1716677585872737&rdid=yaLglRnPA0XomMbt

ইমরান

আরো পড়ুন  

×