ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

মিশর থেকে অস্ত্র আনার চেষ্টায় ড্রোন ধ্বংস করল ইসরায়েল

প্রকাশিত: ০২:০০, ১৬ এপ্রিল ২০২৫

মিশর থেকে অস্ত্র আনার চেষ্টায় ড্রোন ধ্বংস করল ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (১৫ এপ্রিল) জানিয়েছে, মিশর থেকে ইসরায়েলি ভূখণ্ডে অস্ত্র পাচারের চেষ্টা করা একটি ড্রোন তারা ভূপাতিত করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটির মাধ্যমে সীমান্ত অতিক্রম করে অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। তবে সতর্ক নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই চেষ্টা ব্যর্থ করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের বাহিনী সফলভাবে একটি ড্রোন ভূপাতিত করেছে, যেটি মিশর থেকে ইসরায়েলে অস্ত্র পাচারের চেষ্টা করছিল।”

তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় বা ড্রোনটি কোথা থেকে চালানো হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

সূত্রঃ রয়টার্স

ইমরান

আরো পড়ুন  

×