
ফ্রান্সের একাধিক কারাগারে গাড়িতে অগ্নিসংযোগ ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সরকার এই হামলাগুলোকে মাদকবিরোধী অভিযানের জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার রাতে দক্ষিণ ফ্রান্সের তুলোঁ, এক্স-অঁ-প্রোভঁস, মার্সেই, ভালঁস ও নিম এবং প্যারিস সংলগ্ন ভিলেপাঁত ও নঁতের—মোট সাতটি কারাগারকে টার্গেট করা হয়।
তুলোঁ কারাগারে সরাসরি গুলিবর্ষণ করা হয় বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি একে ‘ভীতি প্রদর্শনের চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং আক্রান্ত কর্মকর্তাদের সহায়তায় ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় কোনও গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। তবে ‘ডিডিপিএফ’ লেখা কিছু গাড়িতে পাওয়া গেছে এবং এএফপি জানিয়েছে, কিছু জায়গায় অ্যানার্কিস্ট স্লোগানও দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতায়ো হামলাগুলোকে 'গুরুতর অপরাধ' বলে উল্লেখ করে বলেন, সরকারের জবাব হতে হবে নির্মম। তিনি দাবি করেছেন, হামলাকারীদের সেই কারাগারেই আটক রাখা হোক, যেখানে তারা হামলা চালিয়েছে।
কারাগার কর্মীদের ইউনিয়ন এফও জাস্টিস গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এবং সরকারের কাছ থেকে জরুরি নিরাপত্তা পদক্ষেপ দাবি করেছে। হামলার পর এক্সে পোস্ট করা ছবিতে তুলোঁ কারাগারের গেটে গুলির চিহ্ন ও পার্কিংয়ে পোড়া গাড়ির দৃশ্য দেখা গেছে।
ঘটনাগুলোর তদন্ত করছে ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের অফিস। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ফ্রান্সে মাদক পাচারবিরোধী কঠোর আইন পাসের উদ্যোগের প্রেক্ষিতে এই হামলা সংঘটিত হয়েছে।
রাজু