ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

উত্তর কোরিয়ার অস্ত্র পেয়ে ইউক্রেনে আরও ভয়ংকর রাশিয়া! প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য!

প্রকাশিত: ০১:৪২, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৪৩, ১৬ এপ্রিল ২০২৫

উত্তর কোরিয়ার অস্ত্র পেয়ে ইউক্রেনে আরও ভয়ংকর রাশিয়া! প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য!

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার অন্যতম প্রধান সহায়ক শক্তি হয়ে উঠেছে উত্তর কোরিয়া। রয়টার্স-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছরে কিছু রুশ ইউনিটে ব্যবহৃত গোলাবারুদের বেশির ভাগই এসেছে উত্তর কোরিয়া থেকে। এই গোলাবারুদের সরবরাহ রাশিয়াকে এক দীর্ঘমেয়াদি ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করেছে, যেখানে ইউক্রেন পিছিয়ে পড়ছে।

রয়টার্স ও ওপেন সোর্স সেন্টারের যৌথ বিশ্লেষণে সমুদ্র ও স্থলপথে উত্তর কোরিয়ার সরবরাহ চিহ্নিত করা হয়েছে। এই তথ্যকে নিশ্চিত করেছে ইউক্রেনের হাতে আসা রুশ গোলন্দাজ বাহিনীর প্রতিবেদন, স্যাটেলাইট চিত্র, যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও এবং ইউক্রেন সরকারের ও সেনাবাহিনীর তিনজন শীর্ষ পর্যায়ের সূত্র।

উত্তর কোরিয়া শুধু গোলাবারুদই নয়, রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমও সরবরাহ করেছে। সরাসরি সামরিক সহায়তার ক্ষেত্রে এটি রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান, যা দেশটির যুদ্ধ প্রচেষ্টায় বড় ধরনের প্রভাব ফেলেছে।

এছাড়াও, রাশিয়া ইরানের কাছ থেকে দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি পেয়েছে এবং চীনের কাছ থেকে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহায়তাও পাচ্ছে—যা মিলিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার শক্তি আরও দৃঢ় হয়েছে।

সূত্রঃ রয়টার্স

ইমরান

আরো পড়ুন  

×