ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো পারিবারিক পূর্ণমিলনী

কুরআনে হাফেজ ও হাই স্কুল গ্র‍্যাজুয়েশন সম্পন্নকারীদের মাঝে সম্মাননা প্রদান

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ০০:৩৮, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৪০, ১৬ এপ্রিল ২০২৫

কুরআনে হাফেজ ও হাই স্কুল গ্র‍্যাজুয়েশন সম্পন্নকারীদের মাঝে সম্মাননা প্রদান

পারিবারিক মিলনমেলার মতো এক ব্যতিক্রমী জমকালো আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে পবিত্র কোরআনে হাফেজ ও হাই স্কুল গ্র‍্যাজুয়েশন প্রাপ্তদের মাঝে সম্মাননা প্রদান করলো সিলেটের কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান। একই অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উত্তীর্ণ শিশুদের মাঝেও পুরস্কার বিতরণ করেছে সংশ্লিষ্ট এসোসিয়েশন। 

এ উপলক্ষে আজ ১৩ এপ্রিল রোববার দুপুরে সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটির আল-ফালাহ জামে মসজিদ সংলগ্ন আইসিএনডি অডিটরিয়ামে আয়োজিত এমন সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শরীফ উদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ-সম্পাদক মাওলানা কয়েছ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এমন প্রাণবন্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শায়খ ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম মাওলানা রায়হান উদ্দিন, ইমাম হাফিজ তাজ উদ্দীন, সংশ্লিষ্ট এসোসিয়েশনের উপদেষ্টা ওয়ালিউর রহমান, মাঈন উদ্দীন, এসোসিয়েশন সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও যুব বিষয়ক সম্পাদক খাজা আফজল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে হল ভর্তি পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা হিসেবে মিশিগানে বসবাসরত একাধিক পরিবারের সদস্য কুরআনে হাফেজ হওয়ার মতো কৃতিত্ব অর্জনকারী হাফেজ ওমর বিন হাসনাত, হাফেজ ওয়াহিদুর রহমান মান্না, হাফেজ থালহা বিন হাসনাত, হাফেজ আনাস বিন হাসনাত, হাফেজ মোহাম্মদ সাজিদ আলম,হাফেজ আহমেদ আল ইমদাদ চৌধুরী, হাফেজ তামিম উদ্দিন, হাফেজ ইব্রাহিম উদ্দিন ও হাফেজ এশান নূর এবং হাই স্কুল থেকে গ্র‍্যাজুয়েশন প্রাপ্ত মুহতাসি ফুয়াদ রহমান ফারহান, তাহিয়া ফেরদৌস, নুসরাত রহমান, জারা নূর, তাহমিদ আম্বিয়া ও মোহাম্মদ সাজিদ আলমকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে চমৎকার কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন রাদি আহমেদ এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। 
একই অনুষ্ঠানে শিশুদের জন্য আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এদিকে ওই আয়োজিত প্রাণবন্ত ও উচ্ছেসিত জমকালো অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, স্বদেশ থেকে এখন প্রবাস জীবনে আমরা অবস্থান করলেও আমাদের অন্তর অর্থাৎ মনে-প্রাণে পবিত্র কুরআনের দীক্ষা-শিক্ষা, দেশীয় মূল্যবোধ, সাহিত্য ও সংস্কৃতিকে এখনো ধারণ করি।

তারা বলেন, এমন মহতি আয়োজন আমাদের জাতির এহেন মেধাবী সন্তানদের কে আরো বিকশিত করবে এবং এমন আয়োজন ওদের মতো কোরআনের পাখিদের জন্য পাথেয় হিসেবে পথ প্রদর্শক হবে। এভাবেই উৎসাহিত করার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উদ্ধুদ্ধ করে গড়ে তুলে বিশ্বকে ইসলামের পতাকায় শতভাগ আয়ত্বে আনতে হবে।

 

রাজু

আরো পড়ুন  

×