
ছবি সংগৃহীত
গাজা সিটির শুজাইয়া এলাকায় রোববার রাতে চালানো এক বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার মোহাম্মদ আল-আজলাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা (ISA)। এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি পক্ষের দাবি অনুযায়ী, মোহাম্মদ আল-আজলাহ সম্প্রতি নিহত হওয়া হাইথাম রিজক আবদুল করিম শেখ খলিলের স্থলাভিষিক্ত হয়ে শুজাইয়া ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন। খলিলের বিরুদ্ধে ব্যাটালিয়নের সদস্যদের অস্ত্র সরবরাহ এবং তা দিয়ে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “খলিলকে গত সপ্তাহে হত্যা করা হয়। আর আল-আজলাহ হচ্ছেন শুজাইয়া ব্যাটালিয়নের পঞ্চম কমান্ডার যিনি চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত হলেন এবং নতুন করে চালু হওয়া অভিযান শুরুর পর তৃতীয় ব্যক্তি।”
আশিক