ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি  বন্ধের ঘোষণা চীনের

প্রকাশিত: ২০:৩৬, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৮, ১৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি  বন্ধের ঘোষণা চীনের

.

চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানও পাঠানো বন্ধ করেছে শি জিনপিং প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, বেজিংয়ের এমন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন। খবর ইয়াহু নিউজের। বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার অধিকাংশ আসে চীন থেকে। পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে গত ৪ এপ্রিল ছয়টি বিরল ভারি ক্ষার মৃত্তিকাসহ বিরল চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন। ওই বিরল খনিজ কেবল চীনেই পরিশোধন করা হয়। আর বিরল চুম্বকের ৯০ শতাংশই চীনে উৎপাদন হয়। কিন্তু বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় এবার এসব পণ্য রপ্তানিতে লাগাম টানল বেজিং। প্রতিবেদন মতে, খনিজ ও চুম্বকগুলোর চালান এখন কেবল বিশেষ রপ্তানি লাইসেন্স থাকলেই অন্য দেশে রপ্তানি করা যাবে। যদিও চীনা কর্তৃপক্ষ এখনো এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি। ধারণা করা হচ্ছে, চীনের নতুন এই পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ চীনের বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, অ্যারোস্পেস, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। আর বিরল চুম্বক ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য। এদিকে চীনের তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্যে কোনো শুল্ক ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এগুলোর ওপর নতুন শুল্কারোপ করা হবে। মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাক্টরের মতো পণ্যে শুল্ক ছাড় দেওয়ার ঘোষণার তিনদিন পর মঙ্গলবার চীনের এসব পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত প্রায় দুই সপ্তাহ ধরে একে অপরের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। 

প্যানেল

×