
.
গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরাইল। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতার যৌথভাবে এ প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে। এখন গোষ্ঠীটি এ প্রস্তাব পর্যালোচনা করছে। আল আরাবিয়া নেটকে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরাইল তাদের নতুন প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণের শর্ত দিয়েছে যুদ্ধবিরতির জন্য। তবে হামাস গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে সব ইসরাইলি বন্দিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত। এদিকে গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। খবর ইজিপ্ট টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ও কাতার যৌথভাবে ইসরাইলের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে। মধ্যস্থতাকারীরা হামাসের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় রয়েছে। একটি টেলিগ্রাম বার্তায় হামাস (ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট) জানায়, তারা প্রস্তাবটি দায়িত্বশীলতার সঙ্গে পর্যালোচনা করছে। প্রয়োজনীয় আলোচনা শেষে দ্রুত এর জবাব দেবে তারা। হামাসের পক্ষ থেকে আরও জানানো হয়- তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যে কোনো ভবিষ্যৎ চুক্তির মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় চুক্তি, ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠনের কার্যকর প্রক্রিয়া এবং গাজা থেকে অন্যায় অবরোধ প্রত্যাহার নিশ্চিত করতে হবে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি জানিয়েছেন, তাদের সাম্প্রতিক প্রস্তাব গাজার পরিস্থিতি শান্ত করতে, মানবিক সহায়তা পৌঁছাতে এবং বন্দি-বিনিময় প্রক্রিয়া চালু করতে সহায়ক হবে।
প্যানেল