ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আমেরিকার গৌরব ধূলায় মিশিয়ে দিলো রাশিয়া!

প্রকাশিত: ১৯:০৩, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:১৫, ১৫ এপ্রিল ২০২৫

আমেরিকার গৌরব ধূলায় মিশিয়ে দিলো রাশিয়া!

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের আকাশে ভূপাতিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান। এক নিয়মিত ব্রিফিংয়ে রুশ মন্ত্রণালয় জানায়, পশ্চিমা শক্তিগুলোর সরবরাহকৃত এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটি গ্রীষ্মকালে ইউক্রেনে মোতায়েন করা হয়েছিল, কিন্তু রুশ সেনাবাহিনীর হামলায় এটি ধ্বংস হয়েছে।

একইদিন ইউক্রেনের বিমান বাহিনীও স্বীকার করে, একটি এফ-১৬ মডেলের যুদ্ধবিমান ভেঙে পড়েছে এবং এতে পাইলট পাভেল নিহত হয়েছেন। বিষয়টির স্বাধীন তদন্তের জন্য কিয়েভ একটি কমিটি গঠন করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের একটি সরকারি সূত্র জানায়, রাশিয়া তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে গুলি করে নামিয়েছে। এগুলোর মধ্যে এস-৪০০ বা আর-৩৭ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এফ-১৬ যুদ্ধবিমানকে বলা হয় আমেরিকার গর্ব। এক ইঞ্জিনবিশিষ্ট এই বহুমুখী জেটটি ১৯৭০ দশকে জেনারেল ডাইনামিক্সের ডিজাইনে নির্মিত হয়। এরপর বিভিন্ন সময় আধুনিকীকরণের মাধ্যমে এটিকে রূপ দেওয়া হয় অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানে। সোভিয়েত যুগের মিগ-২৯ কিংবা ইউএস-২৭ এর চেয়ে অনেক বেশি কার্যকর হিসেবে বিবেচিত এফ-১৬, যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবেই পরিচিত।

ইউক্রেনে এই যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমাদের সমর্থনে, বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসে। ডেনমার্ক, যুক্তরাষ্ট্র ও রোমানিয়ায় ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হলেও যুদ্ধক্ষেত্রের চাহিদা মেটাতে অনেককেই স্বল্প প্রশিক্ষণে নামতে হচ্ছে আকাশে। এই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সামরিক বিশ্লেষক।

এর আগে গত আগস্টেও একই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো এই এফ-১৬ ভূপাতিত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা ও পরিচালনার সক্ষমতা নিয়ে। যুদ্ধের বাস্তবতায়, আমেরিকার এই গর্বের প্রতীকও রুশ প্রযুক্তির সামনে টিকতে পারেনি— এটাই যেন প্রমাণ করে দিল এই ঘটনা।

ভিডিও দেখুন: https://youtu.be/ETLLbGMMuMM?si=_HNjCDXNHE4Fxr-G

এম.কে.

আরো পড়ুন  

×