ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শক্তিশালী রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া ঠিক হয়নি ইউক্রেনের: ট্রাম্প

প্রকাশিত: ১৮:৪৪, ১৫ এপ্রিল ২০২৫

শক্তিশালী রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া ঠিক হয়নি ইউক্রেনের: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে ফের মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের চেয়ে ২০ গুণ শক্তিশালী একটি দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ভুল করেছেন।

ট্রাম্প বলেন, "যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি তা জিততে পারবেন। এমনটা হতে পারে না যে আপনি নিজের চেয়ে ২০ গুণ বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধে যাবেন এবং আশা করবেন অন্য দেশগুলো আপনাকে ক্ষেপণাস্ত্র দেবে।" তিনি আরও দাবি করেন, চলমান যুদ্ধে পুতিন, জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। তবে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি হতে পারে।

অন্যদিকে, ইউক্রেন জুড়ে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। মস্কো দাবি করেছে, জেলেনস্কির বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে চালানো এসব হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতেও টানা দুই দিন ধরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এতে শহরটিতে হতাহতের সংখ্যা বাড়ছে। ইউক্রেন বলছে, রুশ হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যদিও রাশিয়া বলছে, তারা কেবল ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, চলতি এপ্রিল মাসেই রুশ বাহিনী আকাশপথে ২ হাজারের বেশি বোমা ফেলেছে ইউক্রেনের ওপর। এছাড়াও বিভিন্ন পাল্লার সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। পশ্চিমা সহায়তা কমে গেলেও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার কুর্স্ক শহরে ড্রোন হামলা চালিয়ে কয়েকজনকে হতাহত করেছে ইউক্রেনীয় বাহিনী।

ভিডিও দেখুন: https://youtu.be/dKNE3ibWVCI?si=eQHaZSgw22NuKRtZ

এম.কে.

আরো পড়ুন  

×