ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

হামাস প্রতিনিধিদের মিশর সফর, উদ্দেশ্য কী?

প্রকাশিত: ১২:৫০, ১৫ এপ্রিল ২০২৫

হামাস প্রতিনিধিদের মিশর সফর, উদ্দেশ্য কী?

ছবি: সংগৃহীত

রাফায় ইসরাইলি ঘাঁটিতে এবার জোর হামলা চালাল হামাস। এই হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহতের খবর জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা জানা যায়নি।

এর আগে শনিবার হামাস জানায়, যেকোনো ধরণের যুদ্ধবিরতির প্রস্তাবকে তারা ইতিবাচকভাবে দখছে যা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ঘটাবে।

এক বিবৃতিতে হামাস জানায়, এই প্রস্তাবের মধ্যে ফিলিস্তিনিদের ভোগান্তির অবসান ও গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় চুক্তিও অন্তর্ভুক্ত থাকতে হবে।

এরই মধ্যে হামাসের একটি দল মিশরের আমন্ত্রণে কায়রো গিয়েছে। সেখানে তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সাথে সাক্ষাৎ করবে বলে আশা করা হচ্ছে। চলমান আলোচনা ও গাজায় ইসরাইলি হামলা বন্ধে একটি চুক্তি অর্জন প্রচেষ্টার অংশ হিসেবে হামাস প্রতিনিধিদের এই সফর।

সূত্র: https://youtu.be/cL0jk88Rt0Q?si=M5mK_GrEnUpymQzy

মায়মুনা

×