ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ইসরায়েলকে সহায়তা দেয়ায় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা এক যুবকের

প্রকাশিত: ১১:০৫, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:০৮, ১৫ এপ্রিল ২০২৫

ইসরায়েলকে সহায়তা দেয়ায় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা এক যুবকের

ছবি: সংগৃহীত

একজন ১৭ বছর বয়সী উইসকনসিনের স্কুলছাত্র তার বাবা-মাকে হত্যা করেছে, যার পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছে এফবিআই।

অভিযুক্ত নিকিতা কাসাপ তার মা তাতিয়ানা কাসাপ (৩৫) এবং সৎ বাবা ডোনাল্ড মায়ার (৫১)-কে ফেব্রুয়ারিতে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ। দুই সপ্তাহ স্কুলে না যাওয়ায় পুলিশ তাদের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আদালতে প্রকাশিত এক নতুন ওয়ারেন্টে বলা হয়েছে, কাসাপের মোবাইল ফোনে চরমপন্থী নাৎসি গোষ্ঠী 'Order of Nine Angles'-এর সঙ্গে সম্পৃক্ততা এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনার নানা লেখালেখি পাওয়া গেছে।

তদন্তকারীদের মতে, কাসাপ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ ও স্বাধীনতা অর্জনের চেষ্টা করছিল। সে তার বাবা-মার নগদ টাকা, গয়না ও আগ্নেয়াস্ত্র চুরি করে।

কানসাসে পুলিশ কাসাপকে গ্রেফতার করে, যেখানে সে তার সৎ বাবার গাড়ি চালাচ্ছিল। গাড়িতে ছিল ১৪ হাজার ডলার, একটি লোডেড পিস্তল ও ভাঙা একটি সেফ।

প্রমাণে আরও উঠে এসেছে, সে রাশিয়ার কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিল এবং ইউক্রেনে পালানোর পরিকল্পনা করেছিল।

তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রির ইচ্ছাকৃত হত্যাসহ একাধিক অপরাধে অভিযোগ আনা হয়েছে। ১০ লাখ ডলারের জামিনে তাকে আটক রাখা হয়েছে। আগামী ৭ মে তার পরবর্তী আদালতে হাজিরা নির্ধারিত রয়েছে।

 

সূত্র: https://www.bbc.com/news/articles/c62g8d47z86o

আবীর

×