
ছবি : সংগৃহীত
ইউরোপজুড়ে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ ও অপরাধের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুসলিম বিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ন লালিসা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে গত কয়েক মাসে ইউরোপের প্রায় সব দেশেই মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে জার্মানিতে এই ধরনের অপরাধ ১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ।
প্রতিবেদনে উঠে এসেছে, শুধু শারীরিক আক্রমণ বা সহিংসতাই নয়, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুসলিমবিরোধী বক্তব্য ও ন্যারেটিভ ক্রমশ শক্তিশালী হচ্ছে। এসব প্ল্যাটফর্মে মুসলিমদের নিয়ে নেতিবাচক আলোচনা এবং অপপ্রচার দিন দিন বাড়ছে। তবে লালিসা উল্লেখ করেন যে ইউরোপের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ মুসলিমদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন না। মুসলিমবিদ্বেষ মূলত একটি সক্রিয় গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ।
এই বিদ্বেষ বৃদ্ধির পেছনে রাজনৈতিক বিতর্ক, অভিবাসন ইস্যু, সন্ত্রাসবাদ এবং সাংস্কৃতিক পার্থক্যকে দায়ী করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর নীতি ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে সহনশীলতা বাড়ানোই এই সংকট থেকে উত্তরণের মূল উপায়।
ইতিবাচক দিক হলো, ইউরোপের অনেক সাধারণ নাগরিক ও মানবাধিকার সংগঠন মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। তারা ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, যা এই কঠিন সময়ে আশার আলো দেখাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই সংকট মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সূত্র:https://youtu.be/7ze_ClDTgX0?si=GbcKExeikuRrgXZW
আঁখি