
ছবিঃ সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানের আলোচনার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “যেকোনো ধরণের সিদ্ধান্ত বা আলোচনা শুরুর আগে অনুগ্রহ করে ইউক্রেনের মানুষ, বেসামরিক নাগরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা এবং ধ্বংসপ্রাপ্ত বা নিহত শিশুদের দেখতে আসুন।”
এই বক্তব্যটি CBS-এর ‘60 Minutes’ অনুষ্ঠানের একটি সাক্ষাৎকারে উঠে আসে, যা ধারণ করা হয়েছিল সুমি শহরে ভয়াবহ রুশ হামলার আগে।
রবিবার (১৩ এপ্রিল) সুমি শহরে রাশিয়ার নিক্ষেপ করা দুটি ইস্কান্দার মিসাইলের আঘাতে অন্তত ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হন। রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনীয় সেনাদের এক বৈঠকে হামলা চালায় এবং এতে ৬০ জন সৈন্য নিহত হয়। তবে এর কোনো প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি।
ঘটনাস্থলে থাকা কনফারেন্স সেন্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণে সেখানে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং ভবনের ছাদ উড়ে গেছে।
সূত্রঃ বিবিসি
ইমরান