
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য নিয়ে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কয়েকদিন আগেই এসব পণ্যের ওপর থেকে ১২৫% পর্যন্ত শুল্ক মওকুফের ঘোষণা দেওয়া হয়, তবে এবার বলা হচ্ছে এগুলো শুধু একটি নতুন "ট্যারিফ বাকেট"-এ স্থানান্তরিত হয়েছে।
গত শুক্রবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে কিছু ইলেকট্রনিক পণ্য ১৪৫% পর্যন্ত শুল্কের আওতা থেকে বাদ যাবে। এতে সোমবার (১৪ এপ্রিল) সকালে ইউরোপীয় শেয়ারবাজারে উত্থান দেখা যায়। তবে রবিবার (১৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তারা জানান, এই পণ্যগুলোর উপর এখন থেকে "সেমিকন্ডাক্টর ট্যারিফ" আরোপ করা হবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এসব পণ্যের কোনো শুল্ক মওকুফ হয়নি বরং এগুলো কেবল নতুন একটি "ট্যারিফ বাকেট"-এ স্থান পেয়েছে।
তিনি বলেন, “আমরা সেমিকন্ডাক্টর ও পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইনের উপর একটি জাতীয় নিরাপত্তাভিত্তিক তদন্ত করছি এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, এই নতুন সেমিকন্ডাক্টর শুল্ক আগের বৈশ্বিক শুল্কের সঙ্গে যুক্ত হবে, যেটা চলতি মাসের শুরুতে আরোপ করা হয়েছিল এবং পরে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়। তিনি বলেন, “আমাদের প্রয়োজন আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস নিজ দেশে তৈরি করা।”
সূত্রঃ বিবিসি
ইমরান