
বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ রাখতে পাসপোর্টে দীর্ঘদিন ধরে লেখা ছিল—ইসরায়েল বাদে অন্যান্য দেশে বৈধ।
তবে ২০২১ সালে এই বাক্যটি বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রায় চার বছর পর, বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল বাদে’ কথাটি ফিরিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে, বিশেষ করে ইসরায়েলি সংবাদমাধ্যমে।
রোববার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে ইসরায়েলি মিডিয়া টাইমস অব ইসরায়েল এই খবরটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্তটি পুনর্বহাল করেছে, যাতে বাংলাদেশের কেউ ইসরায়েল ভ্রমণ করতে না পারেন। এতে আরও উল্লেখ করা হয়, মুসলিমপ্রধান বাংলাদেশে ইসরায়েল একটি অতিসংবেদনশীল ইস্যু। দেশটি কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এবং এ বিষয়ে জনসচেতনতা ও কূটনৈতিক অবস্থান বরাবরই কঠোর।
এএফপির প্রতিবেদনে তুলে আরো বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষদিকে এই শর্তটি বাদ দেওয়া হয়েছিল, যা তখন সমালোচনার জন্ম দেয়। তবে এখন অন্তর্বর্তী সরকার সেটি আবার চালু করেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান, ‘ইসরায়েল বাদে’ শর্ত পুনর্বহালের নির্দেশনা গত সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার কিছুদিন আগেই, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষ অংশ নিয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন। সেই বিক্ষোভের দৃশ্য, বিশেষত দখলদার নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষভাবে প্রচার পেয়েছে।
তথ্যসূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল
ফুয়াদ