
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশের ব্যাপারে নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ফলে হজের অনুমোদন ছাড়া কেউ ঢুকতে বা অবস্থান করতে পারবে না। চলতি মাসের শেষ থেকে এই নিয়ম কার্যকর হবে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ২৯ এপ্রিল থেকে কেবল হজের অনুমোদন আছে এমন ব্যক্তিরাই মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে। যেসব প্রবাসীর বৈধ হজের অনুমোদন থাকবে না, তারা ২৩ এপ্রিল থেকে শহরটিতে প্রবেশ করতে পারবে না। প্রতি বছর হজ মৌসুমে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ধারাবাহিতায় এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।
প্রবেশের অনুমতি শুধু সেইসব বাসিন্দাকে দেওয়া হবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কাকে তাদের আবাসস্থল উল্লেখ করা হয়েছে, বৈধ হজ পারমিটধারী ব্যক্তি ও মক্কায় কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিরা। মন্ত্রণালয় আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি নাগরিক, জিসিসি নাগরিক ও দর্শনার্থীদের জন্য ওমরা পালনের অনুমোদন দেওয়া বন্ধ করেছে। এই স্থগিতাদেশ ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
মায়মুনা