ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হজের অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা, ২৯ এপ্রিল থেকে কার্যকর

প্রকাশিত: ০১:৫৯, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫৯, ১৪ এপ্রিল ২০২৫

হজের অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা, ২৯ এপ্রিল থেকে কার্যকর

পবিত্র হজ মৌসুম ঘিরে সৌদি আরব সরকার মক্কা নগরীতে প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করেছে। সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, হজ পারমিট ব্যতীত কেউ মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, হজ মৌসুমে বিপুলসংখ্যক বিদেশি হজযাত্রীর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৩ এপ্রিল থেকে, ১৪৪৬ হিজরির ২৫ শাওয়ালের সঙ্গে মিল রেখে, সৌদিতে বসবাসকারী প্রবাসীদের জন্যও মক্কায় প্রবেশ নিষিদ্ধ থাকবে—যদি না তাদের কাছে বৈধ হজ পারমিট থাকে।

তবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা আছে, কিংবা যারা হজ বিষয়ক দায়িত্বে নিযুক্ত, অথবা পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট—তাদের জন্য এই নিষেধাজ্ঞার আওতা প্রযোজ্য হবে না। হজ পারমিট পেতে অ্যাবশের ও মুকিম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।

এছাড়া, নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুর কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ চলবে ১০ জুন পর্যন্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেউ যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হজ-সংক্রান্ত সব সংস্থাকেও নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “হজের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুশৃঙ্খল ও নিরাপদ হজ নিশ্চিত করতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।”

উল্লেখ্য, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র হজ। চলতি বছর প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি

 

রাজু

আরো পড়ুন  

×