ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

তাজিকিস্তান ও মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ২১:০৪, ১৩ এপ্রিল ২০২৫

তাজিকিস্তান ও মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রোববার (১৩ এপ্রিল) সকালে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিন সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের মেইকটিলা শহরের কাছাকাছি অঞ্চলেও ভূকম্পন ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এখানেও প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ মাঠে তৎপর রয়েছে। পরিস্থিতির আপডেট পেতে অপেক্ষা করতে হচ্ছে আরও কিছু সময়।


সূত্র: রয়টার্স

রাজু

×