
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে নারী ও শিশুরা- জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্যে এমনটাই উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, সম্প্রতি গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রগুলোতে ইসরায়েল ২২৪টি বিমান হামলা চালিয়েছে, যেগুলোর মধ্যে নথিভুক্ত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর সতর্ক করে বলেছে, ইসরায়েলের উচ্ছেদ আদেশ বাড়ানোর ফলে গাজার যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে বসবাসযোগ্য এলাকা দ্রুত কমে আসছে, মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন ১,৫৪২ জন। সর্বমোট প্রাণহানি ৩৫,৯১২ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১,১৫,৯৮১ জন।
তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
এই অবস্থাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
মেহেদী হাসান