ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পদত্যাগের দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন, নজিরবিহীন চাপে নেতানিয়াহু

প্রকাশিত: ১৮:৪২, ১৩ এপ্রিল ২০২৫

পদত্যাগের দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন, নজিরবিহীন চাপে নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের কারণে নজিরবিহীন চাপে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি দেশটির বিমান বাহিনীর হাজার খানেক সদস্য যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে নেতানিয়াহুর কাছে চিঠি পাঠান। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটের কয়েকশো সদস্য। তারাও যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে একইরকম বার্তা পাঠিয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে চলতে থাকা জিম্মি মুক্তির আন্দোলন এখন রূপ নিয়েছে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে। দেশজুড়ে সাধারণ নাগরিকদের বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা বলছেন, “আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই বিক্ষোভ। আমরা কোনোভাবেই নেতানিয়াহু ও তার দলকে স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করতে দেব না।”

এদিকে একের পর এক বিতর্কে জর্জরিত হচ্ছেন নেতানিয়াহু। ‘কাতার গেট’ কেলেঙ্কারিতে তার দুই সহযোগীকে নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগে কয়েক বছর ধরেই আদালতের সামনে হাজিরা দিতে হচ্ছে তাকেও। সর্বশেষ, জাতীয় নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার্কে-কে বরখাস্ত করতে গিয়ে জনগণের প্রবল প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি।

জনমতের জরিপগুলোতেও তার সরকারের জনপ্রিয়তা ধসে পড়েছে। কিছু জরিপে দেখা গেছে, সরকারের জনপ্রিয়তা ৬৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। যুদ্ধ, দুর্নীতি, এবং রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত অবস্থায় নেতানিয়াহুর সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের দল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কারণে সরকার থেকে সরে দাঁড়ানোর পর থেকেই সরকার আরও নড়বড়ে হয়ে পড়ে। বিশ্লেষকদের দাবি, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে কট্টরপন্থীদের সন্তুষ্ট করতেই আবারও গাজায় হামলা শুরু করেছেন নেতানিয়াহু।

বিক্ষোভকারীরা বলছেন, “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। জিম্মিদের মুক্তি চাই এবং একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে বসবাসের অধিকার চাই।” সবমিলিয়ে অভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক সমালোচনা, এবং যুদ্ধ ক্লান্ত সেনাবাহিনীর বিরোধিতার মুখে পড়ে এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ভিডিও দেখুন: https://youtu.be/g8PUIw7Er5Y?si=CJstAAanZSW-uTA1

এম.কে.

×