ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সমুদ্রতলে মিললো ১২ হাজার বছরের প্রাচীন সভ্যতা

প্রকাশিত: ১৫:৪২, ১৩ এপ্রিল ২০২৫

সমুদ্রতলে মিললো ১২ হাজার বছরের প্রাচীন সভ্যতা

ছবি: সংগৃহীত

জাপানের সমুদ্রতলে একটি অজানা শহরের সন্ধান পাওয়া গেছে, যেখানে পিরামিড, ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা দাবি করছেন, এই স্থাপত্যগুলো ১২,০০০ বছরেরও বেশি পুরনো। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, এগুলো প্রাকৃতিক গঠন, মানবসৃষ্ট নয়। 

১৯৮৬ সালে ইয়োনাগুনি দ্বীপের উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫ মিটার (প্রায় ৮২ ফুট) গভীরে এই নিদর্শনগুলো প্রথম পাওয়া যায়। পানির নিচের এই স্থাপত্যগুলো মিসরের পিরামিডের তুলনায় কয়েক হাজার বছর পুরনো হতে পারে। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন, কৃষিখাতের উন্নতির সঙ্গে এই সভ্যতার বিকাশ হয়েছিল। তবে কিছু সংশয়বাদী মনে করেন, এই স্থাপত্যগুলো প্রাকৃতিক গঠন, মানবসৃষ্ট নয়। 

ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, এটি প্রাকৃতিক গঠন, তবে এর মধ্যে কিছু মানবসৃষ্ট উপাদানও থাকতে পারে। এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। 

সার্বিকভাবে, ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভ একটি রহস্যময় স্থান, যা পর্যটকদের আকর্ষণ করে। তবে এর সঠিক পরিচিতি ও ইতিহাস সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। 

শিহাব

×