ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

প্রকাশিত: ১৫:২৭, ১৩ এপ্রিল ২০২৫

হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২ ঘন্টার ব্যবধানে ২৯ টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে হুদাইদা, মারিব এবং সানার বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়। মার্কিন বিমানগুলো হুথিদের সামরিক অবকাঠামো এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে হামলা চালায়। হুদাইদার বাড়িয়া এলাকায় একটি হুথি যোগাযোগ স্টেশন ছিল হামলার প্রধান লক্ষ্য।

যোগাযোগ স্থাপনা ছাড়াও মার্কিন বিমান মারিবের আল আবদিয়া ও মাজ্জার জেলায় হুথিদের ঘাঁটিতে ১১ টি হামলা চালায়। এই এলাকাগুলোতে হুথি বাহিনী ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত দেখা গেছে।

এছাড়াও উত্তর মারিবে আরো একটি বিমান হামলা চালানো হয়েছে, যেখানে হুথি বিদ্রোহীরা অবস্থান করছিল বলে ধারণা করা হয়।

মার্কিন বাহিনী হুথিদের অস্ত্রগুদাম, টানেল ও সামরিক ব্যারাকে ও হামলা চালিয়েছে। এর মধ্যে সানার জার্মান ক্যাম্প ও ইয়েমেনের রাজধানীর পূর্বে অবস্থিত বানী হাসিস এলাকার স্থাপনাও রয়েছে।

সূত্র: https://youtu.be/uORrTvr12Mc?si=X_J9bRKPnNfFqcEG

মায়মুনা

×