ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

প্রকাশিত: ১১:০৮, ১৩ এপ্রিল ২০২৫

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এ বিষয়ে আগামী রোববার (১৩ এপ্রিল) ঢাকার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত সপ্তাহে চার্জশিট দাখিল করা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে টিউলিপ সিদ্দিককে বিদেশি পলাতক আসামি হিসেবে গণ্য করা হবে। এরপর বিচারের জন্য তাকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রত্যর্পণ করার প্রক্রিয়া শুরু হতে পারে।

মামলার অভিযোগে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক। শেখ হাসিনার শাসনামলে তিনি যুক্তরাজ্যের নগর মন্ত্রী ছিলেন। রাজধানীর পূর্বাচলে নিজের প্রভাব খাটিয়ে খালা শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহানা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট বরাদ্দ নিয়েছেন। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি লন্ডনে আওয়ামী লীগ নেতার দেওয়া ফ্ল্যাটে বসবাসের বিষয়েও বিতর্ক রয়েছে। তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি কোনো ভুল করেননি এবং এই অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করতে তিনি প্রস্তুত। 

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর যুক্তরাজ্যে তার পদত্যাগের দাবিও উঠেছে। কনজারভেটিভ পার্টির নেতা ক্রিস ফিলিপ বলেছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এসেছে। তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন। 

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। তাদের ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।

শিহাব

×