ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

৩১ থেকে ৯০০ তে ইরানের সমর ও অস্ত্র ব্যবস্থা, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় প্রস্তুত!

প্রকাশিত: ১০:২৬, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:২৭, ১৩ এপ্রিল ২০২৫

৩১ থেকে ৯০০ তে ইরানের সমর ও অস্ত্র ব্যবস্থা, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় প্রস্তুত!

ছ‌বি: সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা শিল্পে ঘটেছে ঐতিহাসিক অগ্রগতি। ইসলামি বিপ্লবের আগের তুলনায় বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বেড়েছে। দেশটি এখন অভ্যন্তরীণভাবে তৈরি করছে ৯০০-রও বেশি ধরনের প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা।

ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, “আমাদের প্রতিরক্ষা শিল্প এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ৯০০-রও বেশি সমর ও অস্ত্র ব্যবস্থা দেশে তৈরি হচ্ছে। আগে বিপ্লব-পূর্ব সময়ে এই সংখ্যা ছিল মাত্র ৩১।”

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং ড্রোন ব্যবস্থার মালিক। এই অগ্রগতির পেছনে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবনী চেতনা ও গবেষণাই রক্ষা ক্ষেত্রে ইরানকে আত্মনির্ভর করে তুলেছে।

এছাড়াও, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রেও ইরান উল্লেখযোগ্য উন্নতি করেছে। বৈশ্বিক বৈজ্ঞানিক র‍্যাংকিংয়ে দেশটি ৪০ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছে ১৬তম স্থানে।

এই অর্জনগুলো ইঙ্গিত দেয়, প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ইরান।

 

সূত্র: https://caliber.az/en/post/iran-develops-over-900-domestic-defence-systems-ministry-reports

আবীর

×