ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চল

অরেঞ্জ সতর্কতা: ওজন ৫০ কেজির কম হলে উড়িয়ে নেবে বাতাসে

প্রকাশিত: ১০:০৬, ১৩ এপ্রিল ২০২৫

অরেঞ্জ সতর্কতা: ওজন ৫০ কেজির কম হলে উড়িয়ে নেবে বাতাসে

ছবি: সংগৃহীত।

প্রবল ঝড়ের কবলে পড়েছে চীনের রাজধানী বেইজিংসহ দেশটির উত্তরাঞ্চল। ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে, বাতাসে ৫০ কেজির কম ওজনের মানুষ উড়ে যেতে পারেন বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, চীনে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের গড় ওজন ৫৯ থেকে ৬৯ কেজির মধ্যে হলেও, অনেকেই স্লিম থাকার জন্য ওজন কমিয়ে ফেলেন। ফলে ৫০ কেজির কম ওজনের নাগরিকদের ঘরের বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে বেইজিংয়ে জারি করা হয়েছে 'অরেঞ্জ সতর্কতা'—যা গত এক দশকে এই প্রথম।

ঝড়ের কারণে চীনের শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১১টা পর্যন্ত ৮৩৮টি ফ্লাইট বাতিল হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি উত্তরাঞ্চলের রেলযোগাযোগও স্থগিত করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বেইজিংয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৯৩ মাইল (১৫০ কিলোমিটার) গতিতে বাতাস বইছে—যা গত অর্ধশতাব্দীর মধ্যে রাজধানীতে সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবিলায় দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনে বাতাসের গতি একটি ১৭-ধাপের স্কেলে মাপা হয়। স্কেলের ১১ মাত্রার বাতাসকে ‘মারাত্মক ক্ষতিকর’ এবং ১২ মাত্রার বাতাসকে ‘চরম ধ্বংসাত্মক’ হিসেবে চিহ্নিত করা হয়। চলতি সপ্তাহজুড়ে বেইজিংয়ে বাতাসের গতি ১১ থেকে ১৩ মাত্রার মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
 

সায়মা ইসলাম

×