ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

মার্চ ফর আরাকান কবে?: ফরহাদ মজহার

প্রকাশিত: ০৯:৫৬, ১৩ এপ্রিল ২০২৫

মার্চ ফর আরাকান কবে?: ফরহাদ মজহার

সংগৃহীত

মার্চ ফর গাজা’র প্রতি সংহতি জানালেন ফরহাদ মজহার। জিজ্ঞাসা করলেন, মার্চ ফর আরাকান কবে?

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে অভিনন্দন ও সংহতি জানিয়েছেন কবি, লেখক ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার।আজ রবিবার (১৩ এপ্রিল) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন,‘মার্চ ফর গাজা’র প্রতি সংহতি ও অভিনন্দন। রোহিঙ্গাদের জন্য ‘মার্চ ফর আরাকান’ কবে?

এই সংক্ষিপ্ত বার্তার মধ্য দিয়েই তিনি যেমন গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান দমনপীড়নের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন, তেমনই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্যও একই রকম প্রতিবাদের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও নাগরিক সমাজ, শিক্ষার্থীদের বিভিন্ন অংশ ও মানবাধিকারকর্মীরা এতে সংহতি প্রকাশ করে নানা কর্মসূচি পালন করছেন।

আফরোজা

×