
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে প্রথম দফার ইতিবাচক ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ এই বৈঠক হয়। উভয়পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
বেশ কিছুদিন আগে পর্যন্ত ইরান তার কঠোর অবস্থানে অটল ছিল, মার্কিনিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি ছিল না। তবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির পর ইরান নমনীয় হতে শুরু করে। ওমানের মধ্যস্থতায় পরোক্ষ বৈঠকে উভয়পক্ষ মিলিত হয়।
তেহরানের ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। অন্যদিকে, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠক শেষে জানান, তারা আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন এবং আগামী শনিবার আবার বসবেন। তবে, এত স্বল্প সময়ে মূল আকৃতির মতো প্রতিকৃতি তৈরি করা সম্ভব কি না, এ নিয়ে সংশয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, এক মাস ধরে বানানো একটা কাজ একদিনে তো সম্ভব নয়। তবে, শিল্পীরা চেষ্টা করছেন এবং তাদের দক্ষতা ও চেষ্টার ওপর আমরা আস্থাশীল। সময়ই বলবে তারা কী করতে পারে।
শিহাব