
ছবিঃ সংগৃহীত
গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একসঙ্গে একমত হয়েছে মুসলিম দেশগুলো।
শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় একটি কূটনৈতিক সম্মেলন, যেখানে অংশ নেন ফিলিস্তিন, তুরস্ক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কাতার, জর্ডান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
সম্মেলনে তারা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
এই সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোস্তফা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সহ অন্যান্য মন্ত্রীগণ গাজা ইস্যুতে নিজেদের দেশের অবস্থান তুলে ধরেন।
তারা বলেন, ফিলিস্তিনিদের মুক্তি এবং চলমান সংকটের একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, "অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তাহলেই ফিলিস্তিন ইস্যুর চূড়ান্ত রাজনৈতিক সমাধান নিশ্চিত করা সম্ভব।"
তিনি আরও বলেন, “একই সাথে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে হবে। মানবিক সহায়তা বন্ধ করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।”
ইমরান