
ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলের চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ইতোমধ্যে বেশ কিছু দেশের মুসলিম সম্প্রদায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ গাজায় ‘চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে’ প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনে স্থানীয় সময় গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাজপথে নামে জনতার ঢল। দেশটির রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এছাড়া অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।
স্থানীয় এক বিক্ষোভকারী জানান, ‘গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটবো না। ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের সে বার্তা দিতে চাই।’
ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে উল্লেখ করে অন্য বিক্ষোভকারী বলেন, ‘যুক্তরাষ্ট্র যতই বোমা বর্ষণ করুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। জায়নবাদী এবং মার্কিনিদের পরাজিত না করে আমরা ঘরে ফিরবো না।’
ইয়েমেন ছাড়াও গতকাল বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরে। এ সময় প্রতীকীর লাশ বহন করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। অবরুদ্ধ উপত্যকা মুক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াতে ইসলামী পাকিস্তান।
এছাড়া, প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার শহর মিসরাতাতেও। সেখানে যুক্তরাষ্ট্র ও জায়ানবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=dwxHr0GJEnE
রাকিব