ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ নিহত ৩

প্রকাশিত: ২০:১৯, ১২ এপ্রিল ২০২৫

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ নিহত ৩

ভারতের জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) তিনজন নিহত হয়েছেন। শনিবার ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। কর্মকর্তাদের মতে, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) মারা যান। তার নাম কুলদীপ চাঁদ। তবে ওই গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানানো হয়। খবর এনডিটিভির।
পিটিআই এর বরাত দিয়ে সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, শনিবার ভোরে কেরি ভাটল এলাকার ঘন জঙ্গলের একটি নদীর কাছে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের একটি দলের গতিবিধি টের পায় সেনাবাহিনী। তাদের চ্যালেঞ্জ করার পর, উভয় পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। যা দীর্ঘ সময় ধরে চলে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। কর্মকর্তারা আরও জানান, ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে তল্লাশি অভিযান চলছে।

×