ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

৯ শতাধিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান

প্রকাশিত: ২০:১২, ১২ এপ্রিল ২০২৫

৯ শতাধিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান

ইরানের প্রতিরক্ষা শিল্প এখন পর্যন্ত ৯০০টিরও বেশি প্রতিরক্ষা ও অস্ত্রব্যবস্থা তৈরি করেছে। যা ইরানের জন্য ইসলামি বিপ্লবের আগের সময়ের তুলনায় এক বিশাল অগ্রগতি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মেহের নিউজের। প্রতিবেদন অনুযায়ী, ইরানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন সিস্টেম দিয়ে সজ্জিত। তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্প আজ এমন এক স্তরে পৌঁছেছে যেখানে এখন অভ্যন্তরীণভাবে তৈরি করা ৯০০-রও বেশি প্রকারের প্রতিরক্ষা ও অস্ত্রব্যবস্থা মজুত রয়েছে। ফাতেমেহ মোহাজেরানী এ সময় উল্লেখ করেন যে, ইসলামি বিপ্লবের আগে ইরানের হাতে মাত্র ৩১টি মৌলিক প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। কিন্তু আজ, ইরানি যুবসমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ফলে ইরান এই প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছে। ইরানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এর ফলে বিশ্বে ইরানের বৈজ্ঞানিক অবস্থান ৪০ ধাপ উন্নীত হয়ে এখন ১৬তম স্থানে রয়েছে। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি তারা নতুন চুক্তি করতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসার পর দুদেশের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

×