ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

যুদ্ধ বন্ধের চিঠি দিয়ে চাকরি হারাল এক হাজার ইসরাইলি সেনা

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরাইল

প্রকাশিত: ২০:০৬, ১২ এপ্রিল ২০২৫

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরাইল

রাফাহর মোরাগ করিডরের কাছে নতুন রাস্তা তৈরি করেছে দখলদার ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে ইসরাইলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরাইল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি বলেন, আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে গৃহযুদ্ধের কাছাকাছি। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরের জেরে এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরাইলি সেনাবাহিনী। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফাহর মধ্যকার অঞ্চলের মোরাগ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরাইল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

গত প্রায় দেড় বছর ধরে গাজায় নজিরবিহীন সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল। এর ফলে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। সেখানে ৫০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক। এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব কারণে ইসরাইলি সমাজের অভ্যন্তরীণ উত্তেজনা এবং গভীর বিভাজন তৈরি হয়েছে। ইসরাইলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজে প্রকাশিত এক নিবন্ধে ওলমার্ট বলেছেন, নেতানিয়াহুর লালিত, সমর্থিত ও সংগঠিত একদল গুণ্ডা ইসরাইলের সুপ্রিম কোর্টের ওপর আক্রমণ করা করছে। যা এই দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে দুর্বল করার পরিকল্পনা। ওলমার্ট আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ইসরাইলের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সুপরিকল্পিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্যায়।

×