ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের শুল্কারোপে বিশ্ব বাণিজ্যে ৩% হ্রাসের আশঙ্কা, লাভবান হতে পারে ব্রাজিল-ভারত

প্রকাশিত: ১৯:৪৩, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৪, ১২ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্কারোপে বিশ্ব বাণিজ্যে ৩% হ্রাসের আশঙ্কা, লাভবান হতে পারে ব্রাজিল-ভারত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বজনীন ১০ শতাংশ শুল্কারোপের ফলে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা আসতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ বাণিজ্য বিশেষজ্ঞ পামেলা কোক-হ্যামিল্টন। তার মতে, এ সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে প্রায় ৩ শতাংশ হ্রাস ঘটাতে পারে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে কোক-হ্যামিল্টন বলেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে পরিবর্তন আসতে পারে এবং রপ্তানি প্রবাহ নতুনভাবে ভারসাম্য খুঁজে নিতে পারে। বিশেষ করে ভারত, ব্রাজিল ও কানাডার মতো উদীয়মান অর্থনীতিগুলো এতে সুবিধা পেতে পারে।

তিনি আরও বলেন, টেক্সটাইল খাতসহ বিভিন্ন শিল্পে উন্নয়নশীল দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো, যারা মূলত পোশাক রপ্তানির ওপর নির্ভরশীল, তাদের পণ্যের প্রতিযোগিতা ও বাজার ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে কোক-হ্যামিল্টন উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের উৎপাদন বৈচিত্র্যকরণ, স্থানীয়ভাবে মূল্য সংযোজন এবং আঞ্চলিক বাণিজ্যিক সংহতকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এভাবেই দেশগুলো বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার প্রেক্ষিতে টিকে থাকতে এবং দীর্ঘমেয়াদে লাভবান হতে পারবে।

 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

মেহেদী হাসান

×