
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৩১ মিনিটে পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ অ্যাটক, চাকওয়াল, পেশোয়ার, সোয়াবি, মালাকান্দ অঞ্চলেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং কেন্দ্রস্থল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
একই দিনে পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কোকোপো শহর থেকে ১১৫ কিমি দক্ষিণ-পূর্বে ৭২ কিমি গভীরে আঘাত হানে। প্রায় এক মিনিট স্থায়ী এই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটি রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
সূত্র: জিও নিউজ
রাজু