ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গাজায় যখন ভয়াবহ হামলা, তখন সৌদি যুবরাজ মেতেছেন ডিজে পার্টিতে

প্রকাশিত: ১৮:০৩, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২০, ১২ এপ্রিল ২০২৫

গাজায় যখন ভয়াবহ হামলা, তখন সৌদি যুবরাজ মেতেছেন ডিজে পার্টিতে

ছবি: সংগৃহীত

গাজায় যখন নির্বিচারে হত্যা চলছে, সৌদি আরবে তখন ডিজে পার্টির আসর বসানোর অভিযোগ উঠেছে।

মদিনার অদূরে আল উলা এলাকায় নাচ গানের আসরের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতিগত নিধনের শিকার ফিলিস্তিনিদের হাহাকারের মধ্যেই এমন বিতর্কিত পার্টি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এতে তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ফিলিস্তিনিরা এখন ভুগছেন তীব্র খাদ্য ও পানি সংকটে। বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে নিজেদের সাথেই রীতিমত লড়াই করে সংগ্রহ করতে হয় খাবার।

স্থানীয়রা বলছেন, এ যেন আরেক যুদ্ধ। আমরা তো রাজপ্রাসাদ বা বিলাসিতা চাই না। শুধু ক্ষুধা মেটানোর জন্য খাবার চাই।

ঠিক এ সময়েই মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবে চলছে উদ্দাম ডিজে পার্টির আয়োজন। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনদের দাবি, পবিত্র মদিনার আল উলা শহরের বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

কথিত এই ডিজে পার্টির বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায় পশ্চিমা গানের তালে নাচছেন তরুণ তরুণীরা।

ধ্বংস হয়ে যাওয়া গাজাবাসীর দুর্দশায় আরব বিশ্বের নীরব ভূমিকা নিয়ে আগে থেকেই চলছে বিতর্ক‌। ইসরাইলি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা না রাখায় নিন্দা চলছে সারাবিশ্বে। এরই মধ্যে নতুন বিতর্কে জড়াল দেশটি।

নেটিজেনদের তোপের মুখে এখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চলতি মাসে ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত লুসাইল ফেস্টিভ্যালে কাতারের আকাশেও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা। ছিল খোলা ময়দানে নাচ গানের আয়োজন। তা নিয়েও চলেছে সমালোচনা।

সূত্র: https://youtu.be/0SQkuaIX0fE?si=hNZD__NQuSBa_8xv

মায়মুনা

×