
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে ভারতের ওয়াকফ আইন কার্যকর করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এই আইন রাজ্য সরকার সমর্থন করে না। শনিবার (১২ এপ্রিল) দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে মমতা ব্যানার্জি উল্লেখ করেন, 'বাংলায় তা বলবৎও হবে না। তা হলে হিংসা কেন? যারা এই হিংসায় উসকানি দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।' তিনি আরও বলেন, 'সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।'
মমতা ব্যানার্জি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তিনি সবাইকে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, 'আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি।' শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানান।
বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। দেশের শীর্ষ আদালতেও এই আইন বাতিলের দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহেই এই মামলাগুলো শুনবে।
অন্যদিকে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশেই অবস্থিত।
মুজফফরনগরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কলকাতায়ও এই আইনটির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। গত বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।
শিহাব