ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইসরাইলি সাঁজোয়া যানে হামলা, জেনিন ব্রিগেডের দায় স্বীকার

প্রকাশিত: ১৩:৩৩, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:২২, ১২ এপ্রিল ২০২৫

ইসরাইলি সাঁজোয়া যানে হামলা, জেনিন ব্রিগেডের দায় স্বীকার

ছবি: সংগৃহীত

গাজায় নির্বিচার হত্যায় এখন তা বিরানভূমি। স্বজনদের হারিয়ে ও জীবন শঙ্কায় এখন তারা রীতিমতো পাথর। বিশ্ববাসীও যেন নীরব দর্শক। বরং ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠক, ওয়াশিংটন ও চীনের শুল্কযুদ্ধ যেন চাপা দিচ্ছে গাজার আহাজারি।

তবে এখনো থামেনি নেতানিয়াহুর বাহিনী। আকাশ থেকে বোমা ও স্থল অভিযান এখনো চলছে। এমনকি খাবার, পানি ও ওষুধ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে।

এই অবস্থাতেও ফিলিস্তিনিরা বসে নেই। এবার প্রতিশোধ নিতে ফুঁসে উঠেছে পশ্চিম তীর। ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ছে তারা।

এবার ইসরাইলি সাঁজোয়া যানে হামলা চালিয়েছে জেনিন ব্রিগেড। জানা যায়, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে তারা এই হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, পশ্চিম তীরে ইসরাইলিদের বিরুদ্ধে জেনিন ব্রিগেড সংগ্রাম করছে।

এক বিবৃতিতে জেরিন ব্রিগেড আইইডি হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে তারা বলেছে, একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছিল। জেনিনের সিলাত-আল-হারিথিয়া শহরের প্রবেশপথে ইসরাইলি সামরিক বাহিনী পৌঁছালে তাতে পরিকল্পনামতো বিস্ফোরণ ঘটানো হয়।

ফিলিস্তিনি ইসলামিক বাহিনীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নও পুরাতন নাবলুস শহরে বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর হামলা করেছে।

সূত্র: https://youtu.be/wHj120EVXmM?si=5sa4OXC1EmAvmV47

মায়মুনা

×