ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ওয়াকফ ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ, ইন্টারনেট বন্ধ করে ভারতীয় পুলিশের গুলি

প্রকাশিত: ০০:৪৯, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১১, ১২ এপ্রিল ২০২৫

ওয়াকফ ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ, ইন্টারনেট বন্ধ করে ভারতীয় পুলিশের গুলি

ছবি: সংগৃহীত

ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতী ও শমসেরগঞ্জ ব্লকে চলমান বিক্ষোভ শুক্রবার হঠাৎ করেই রূপ নেয় হিংস্র রূপে। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সজুরমোড় ও নিউ ডাকবাংলা এলাকায় প্রধান সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ফরাক্কা এসডিপিও মনিরুল ইসলাম খান গুরুতর আহত হন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে সুতীতে বিক্ষোভকারীরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে দেশীয় বোমা নিক্ষেপ করে, যা পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তোলে।

জানা গেছে, পুলিশের গুলিতে অন্তত তিনজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। এই আইনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ মোহন রায় জানান, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি, তবে পুনরায় সহিংসতা ছড়ানোর আশঙ্কা রয়েছে।” পরিস্থিতি সামাল দিতে সুতীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা মহকুমাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে পুরো জঙ্গিপুর অঞ্চলে। উল্লেখ্য, এর আগে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উমরপুর এলাকায় সহিংসতা ছড়ালে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া রঘুনাথগঞ্জ এলাকায় ১৬৩ ধারায় সভা, মিছিল ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদের সব রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র: https://youtu.be/6aigr90ajlY?si=NWhkLlIoV0Xfe2lC

আসিফ

×