
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ‘মার-এ-লাগো’তে চতুর্থবারের মতো অনুপ্রবেশের চেষ্টা করায় এবার চীনা এক নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি জি লি (৩৯), যিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শিক্ষার্থী ভিসায়।
গত বৃহস্পতিবার একটি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি ফের মার-এ-লাগোর নিরাপত্তা ভাঙার চেষ্টা করেন। এরপরই নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। এবার আর জামিন না দিয়ে সরাসরি পাঠানো হয়েছে কারাগারে।
লি প্রথমবার জুলাই মাসে মার-এ-লাগোতে ঢোকার চেষ্টা করেন এবং দাবি করেন তার কাছে ট্রাম্পকে হত্যাচেষ্টায় চীনের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যরা তখনই তাকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে আরও একবার প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয় এবং ট্রাম্প ও মার-এ-লাগো থেকে দূরে থাকার শর্তে জামিন দেওয়া হয়।
নির্বাচনের আগের সপ্তাহে ক্লাব সংলগ্ন এলাকায় বসবাসকারী এক নারীকে ক্লাবে ঢোকার ব্যবস্থা করার প্রস্তাব দেন লি। বিষয়টি পুলিশকে জানালে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয় পর্যবেক্ষণের জন্য।
এই ঘটনার প্রেক্ষিতে এখন মার-এ-লাগো রিসোর্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত এ রিসোর্ট ঘিরে আছে নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্য এবং যুক্ত হয়েছে চার পা-ওয়ালা ‘রোবট কুকুর’, যেটি সিক্রেট সার্ভিসের নিয়ন্ত্রণে।
প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি মেয়াদে মার-এ-লাগোতে মোট পাঁচবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল, যার মধ্যে দুইজনই ছিলেন চীনের নাগরিক।
এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সম্প্রতি ইরানের এক নাগরিক ফারহাদ শাকেরির নাম প্রকাশ করা হয়। তবে ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানায়, হত্যাচেষ্টার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
রাজু