
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যের অভিযোগে ভারতীয় নাগরিক জগবিন্দার সিং ব্রার এবং তার চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ব্রার মালিকানাধীন প্রায় ৩০টি জাহাজের অনেকগুলো ইরানের 'শ্যাডো ফ্লিট'-এর অংশ হিসেবে কাজ করছে বলে জানায় মার্কিন অর্থ বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (OFAC)।
নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারতভিত্তিক রয়েছে গ্লোবাল ট্যাঙ্কার্স ও বি অ্যান্ড পি সলিউশনস, এবং আমিরাতভিত্তিক রয়েছে প্রাইম ট্যাঙ্কার্স ও গ্লোরি ইন্টারন্যাশনাল। এসব কোম্পানি ইরানের জাতীয় তেল সংস্থা (NIOC) ও সামরিক বাহিনীর পক্ষে তেল পরিবহন করেছে বলে অভিযোগ করা হয়েছে।
OFAC জানায়, এই জাহাজগুলো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থানান্তরের মাধ্যমে তেল পরিবহন করে এবং পরে জাল নথির মাধ্যমে ইরানের সম্পৃক্ততা গোপন করে। ব্রারকে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাঈদ আল-জামালের সহযোগী বলেও উল্লেখ করা হয়।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান অসাধু দালাল ও শিপিং কোম্পানির মাধ্যমে তেল বিক্রি ও বৈশ্বিক প্রভাব বিস্তার করে। যুক্তরাষ্ট্র এই অবৈধ নেটওয়ার্ক ধ্বংসে প্রতিশ্রুতিবদ্ধ।
রাজু