ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলকে পছন্দ করেন না ৫৩% মার্কিনি: যেভাবে জানা গেলো

প্রকাশিত: ২০:৪৩, ১১ এপ্রিল ২০২৫

ইসরায়েলকে পছন্দ করেন না ৫৩% মার্কিনি: যেভাবে জানা গেলো

ছবি: সংগৃহীত

পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে দেখা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল সম্পর্কে আমেরিকানদের মনোভাব নেতিবাচকে ঝুঁকেছে। ২০২২ সালে যেখানে ৪২% মার্কিন নাগরিক ইসরায়েলকে অপছন্দ করতেন, সেখানে এখন সেই হার বেড়ে ৫৩% হয়েছে।

ডেমোক্রেটদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি—৬৯%, যা ২০২২ সালে ছিল ৫৩%। রিপাবলিকানদের মধ্যে এই হার ৩৭%, আগের বছর ছিল ২৭%। বিশেষ করে তরুণদের মধ্যে নেতিবাচক মনোভাব বাড়ছে—৪৯ বছরের নিচে রিপাবলিকানদের ৫০% এবং ডেমোক্রেটদের ৭১% ইসরায়েলকে অপছন্দ করেন।

জরিপে আরও দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব ৬২% আমেরিকান প্রত্যাখ্যান করেছেন। মাত্র ১৫% এতে সমর্থন জানিয়েছেন। তবুও ৪৬% মনে করেন ট্রাম্প এই পরিকল্পনা এগিয়ে নিতে পারেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থা কমেছে আমেরিকানদের। ৫২% বলেছেন, তারা বিশ্বরাজনীতিতে নেতানিয়াহুর সদিচ্ছায় আস্থা রাখেন না। শুধু সাদা ইভানজেলিকাল প্রোটেস্টান্টদের মধ্যেই নেতানিয়াহুর প্রতি আস্থা দেখা গেছে।

জরিপটি ২৪-৩০ মার্চের মধ্যে ৩,৬০৫ জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের মধ্যে পরিচালিত হয়।

 

সূত্র: https://www.timesofisrael.com/most-americans-dont-want-the-us-to-take-over-gaza-pew-survey-finds/

আবীর

×