ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগেই উত্তেজনা, ইরাকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো ইরান

প্রকাশিত: ১৯:৪৩, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৪, ১১ এপ্রিল ২০২৫

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগেই উত্তেজনা, ইরাকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো ইরান

ছবি: সংগৃহীত

মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরমাণু বৈঠক। এই বৈঠককে ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান ইরাকে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে দিয়েছে, যা ইসরাইল “চরম মাত্রার বেপরোয়া আচরণ” বলে উল্লেখ করেছে।

সংবাদে জানা গেছে, ইরান তার বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার অধীনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যেগুলোর পরিসর ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ‘কুদস ৩৫’, ‘ক্রুজ’ এবং ‘জামাল ৬৯’ নামক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও মোতায়েনের তালিকায় রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এমন এক সময়ে এই পদক্ষেপ নিয়েছে, যখন ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো সদ্য অস্ত্র না তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের অবস্থান পাল্টে যায়।

মধ্যপ্রাচ্যের এক গোপন সূত্রের বরাতে জানা যায়, ইরান ইচ্ছাকৃতভাবে নিজের অভ্যন্তরীণ সংকটকে ইরাকে টেনে এনেছে, যার ফলে সেখানে নতুন করে ছায়াযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হুথি ও হিজবুল্লাহর মাধ্যমে ইরানের আগ্রাসী কৌশলের কথা উল্লেখ করে বিশ্লেষকরা জানান, লোহিত সাগর এবং ইসরাইল সীমান্তে হামলা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত বছর জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা এবং ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর তৎপরতাও উল্লেখযোগ্য।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে যে, আলোচনা ব্যর্থ হলে তারা “ইরানে বোমা ফেলতে দ্বিধা করবে না”। অন্যদিকে, ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা প্রস্তুত রয়েছে।

উভয় পক্ষই সামরিক তৎপরতার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করছে, ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা বাড়ছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

মেহেদী হাসান

×