ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ; শঙ্কায় ভোক্তারা 

প্রকাশিত: ১৯:৩৫, ১১ এপ্রিল ২০২৫

ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ; শঙ্কায় ভোক্তারা 

ছবি: সংগৃহীত

আবারো আমদানিকৃত পণ্যের উপর বড় পরিসরে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সাতটি দেশকে টার্গেট করে শুল্ক আরোপ করেছেন তিনি এই দেশগুলোকে সবচেয়ে খারাপ অপরাধী হিসেবেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনা পণ্যের শুল্কের হার পৌঁছেছে ১২৫ শতাংশ পর্যন্ত। যদিও এরই মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি এই শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং মার্কিনদের চাকরির ক্ষেত্রে সুরক্ষা দেবে।

কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়বে, সেই সঙ্গে খোদ মার্কিন ভোক্তাদেরই ব্যয় বেড়ে যাবে। শুল্ক হলো অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত কর এটি সাধারণত পণ্যের মূল দামের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে ধার্য করা হয়, যেমন ২৫ শতাংশ শুল্ক।

মানে ১০ ডলারের পণ্যের জন্য অতিরিক্ত ২.৫ ডলার দিতে হবে। এই কর আমদানিকারক কোম্পানি সরকারকে পরিশোধ করে। তারা চাইলে এই ব্যয় পুরোপুরি বা আংশিকভাবে ভোক্তাদের উপর চাপিয়ে দিতে পারে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুরক্ষায় শুল্ক ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন। তার যুক্তি এতে মানুষ দেশীয় পণ্য কিনতে উৎসাহিত হবে। সরকারের রাজস্ব বাড়বে দেশে বিনিয়োগ বাড়বে। ট্রাম্পের অভিযোগ অন্য দেশগুলো মার্কিন পণ্যে অযৌক্তিক শুল্কারোপ করে বা সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতাারনা করেছে সেজন্য এই চওড়া শুল্কের মাধ্যমে তিনি ভারসাম্য ফিরিয়ে আনতে চান।

অর্থনীতিবিদদের মতে শুল্কারোপের কারণে কোম্পানিগুলো তাদের খরচ ভোক্তার উপর চাপিয়ে দেবে। যে কারণে আমদানি পণ্যের দাম বাড়বে। যেমন পোশাক, ইলেকট্রনিক্স, কফি, অ্যালকোহল সবই ব্যয়বহুল হতে পারে। বিদেশী পণ্যের সরবরাহ কমে গেলে দাম আরো বাড়বে। আমদানি উপকরণ দিয়ে তৈরি দেশীয় পণ্যের দামও বাড়বে। বিশেষ করে গাড়ি যেগুলোর যন্ত্রাংশ একাধিকবার সীমান্ত পার হয় তার দাম বেড়ে যেতে পারে। এই শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকেও মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন সাবেক আইএমএফ প্রধান অর্থনীতিবিদ।

ফারুক

×